ফেনীতে নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে নিহত ২
ফেনীতে নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদের রেলিং ভেঙে দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে শহরের সহদেবপুরের ‘ছায়াবীথি’ ভবনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে হঠাৎ অশোক কুমার মজুমদারের নির্মাণাধীন ভবনের ছাদে রাখা কংক্রিটের চাপে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় বাড়ির নিচে দাঁড়িয়ে থাকা নির্মাণ শ্রমিক নিতাই চন্দ্র সরকার (৫৬) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। এ ঘটনায় আহত রিকশাচালক এমদাদুলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তিনি ময়মনসিংহের অধিবাসী। ঘটনার পর থেকে ওই বাড়ির মালিক পলাতক রয়েছেন।
ফেনী সদর হাসপাতালের আরএমও ডা. অসীম কুমার সাহা দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম গিটার জানান, এ ঘটনায় পৌর কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি তদন্ত কমটি গঠন করেছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, অভিযোগ পেলে বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরএআর/এমএস