পিরোজপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১১ জুন ২০১৮
ছবি-প্রতীকী

পিরোজপুরে কামাল শেখ ওরফে ভাইরাস কামাল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কামাল শেখ ওরফে ভাইরাস কামাল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার চাকলী গ্রামের সৈয়দ শেখের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, র‌্যাব-৮ এর একটি দল ২০১৫ সালের ২৩ জুলাই রাত ১০টায় পিরোজপুরের বলেশ্বর ব্রিজ টোল পয়েন্ট থেকে কামালকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। ওই রাতেই র‌্যাবের ডিএডি ইসলাম উদ্দিন তার বিরুদ্ধে পিরোজপুর থানায় মামলা দায়ের করেন। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট খান মোহম্মদ আলাউদ্দিন ও আসামিপক্ষে অ্যাডভোকেট ফাতেমা বেগম লাকি মামলাটি পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত কামাল শেখ ওরফে ভাইরাস কামাল হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

হাসান মামুন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।