চিরকুট লিখে কুমিল্লায় অধ্যক্ষের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১১ জুন ২০১৮

কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহাবের (৬০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোরে নগরীর মনোহরপুর এলাকার কলেজ রোডের একটি বাসার বাথরুমের শাওয়ার পাইপে বৈদ্যুতিক তার পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।

আব্দুল ওয়াহাব জেলার সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের হেমজোড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয়রা খবর দিলে কোতয়ালি মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় পুলিশ বাসা থেকে অধ্যক্ষ ওহাবের লেখা একটি চিরকুট উদ্ধার করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, অবসরজনিত পেনশন, সম্পত্তিসহ বিভিন্ন কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সোমবার সাহরির পর কোনো একসময় তিনি আত্মহত্যা করেন।

কলেজ সূত্রে জানা যায়, প্রফেসর আবদুল ওয়াহাব কুমিল্লা সরকারি মহিলা কলেজে ২০১৪ সালের ২ জুন থেকে ২০১৬ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

এসআই সহিদুল ইসলাম জানান, মৃত্যুর আগে আব্দুল ওয়াহাবের লেখা চিরকুট খতিয়ে দেখা হচ্ছে।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।