বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:৩২ পিএম, ১১ জুন ২০১৮

গত দুই দিনের টানা বর্ষণে বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার সকালে বান্দরবানের পলুপাড়া ব্রিজ প্লাবিত হওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে উভয় পাশে যানবাহনসহ যাত্রীরা আটকা পড়ে।

স্থানীয়রা জানান, জেলার সাংগু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ার কারণে জেলার লামা উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এর পাশাপাশি নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এ দিকে নদী তীরবর্তী ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে জেলার বিভিন্ন উপজেলায় প্রশাসন মাইকিং করে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে।

প্রসঙ্গত, প্রতি বছর বান্দরবান জেলায় বর্ষা মৌসুমে পাহাড় ধসে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।

সৈকত দাশ/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।