টাঙ্গাইলে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘটে জনদুর্ভোগ চরমে


প্রকাশিত: ০১:০১ পিএম, ০২ আগস্ট ২০১৫
ফাইল ছবি

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করায় ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে টাঙ্গাইল জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতি। ধর্মঘটে সকাল থেকে জেলার সকল সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

টাঙ্গাইল-নাগরপুর, টাঙ্গাইল-বাসাইল-সখীপুর ও টাঙ্গাইল-দেলদুয়ারসহ কয়েকটি সড়কে সিএনজিচালিত অটোরিকশাই শহরে যোগাযোগের একমাত্র মাধ্যম। সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকায় শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এ সকল এলাকার। সকালে শহরের স্কুল ,কলেজ ও কোচিং সেন্টারে যেতে পারেনি কোমলমতি শিক্ষার্থীরা।

এদিকে শহরে থাকা বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরাও সময় মতো উপজেলা অফিসে পৌঁছাতে পারেনি। সিএনজি চালকদের অভিযোগ, গ্যাস সংগ্রহের জন্য মহাসড়ক ব্যবহারের অনুমতি থাকলে পুলিশকে উৎকোচ দেওয়া ছাড়া সিএনজি মহাসড়কে ঢুকতে পারছে না।
 
সরকার মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারির পর থেকে স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশ যৌথভাবে বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও অটোটেম্পু চলাচল বন্ধে কার্যকরী প্রদক্ষেপ গ্রহণ করেছে। সে সঙ্গে এলেঙ্গা থেকে গোড়াই পর্যন্ত হাইওয়ে পুলিশের একটি বিশেষ মোবাইল টিম কাজ করছে। শুধুমাত্র গ্যাস নেয়া ছাড়া কোনো অটোরিকশা ও অটোটেম্পুকে হাইওয়ে সড়ক ব্যবহার করতে দেয়া হচ্ছে না।
 
টাঙ্গাইল জেলা সিএনজিচালিত অটোটেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মহসিন শিকদার জানান, আমরা সরকারকে বিপুল পরিমাণ ট্যাক্স দিয়েও মহাসড়কে গাড়ি চালাতে পারছি না। মহাসড়ক পার হতে গেলে ক্ষুদ্র ক্ষুদ্র যানবাহনগুলো আটক করা হচ্ছে। এভাবে চলতে থাকলে টাঙ্গাইল, ঢাকা ও গাজীপুর জেলা অটোটেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন যৌথভাবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ ব্যাপারে টাঙ্গাইল গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সরকারের নির্দেশে বঙ্গবন্ধু সেতুর ঢাকা-টাঙ্গাইল মহসড়কে সিএনজিচালিত অটোটেম্পু ও অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে এ মহাসড়কে একটি বিশেষ মোবাইল টিমও কাজ করছে। শুধুমাত্র যাত্রী বহন ছাড়া গ্যাস নেওয়ার জন্য বিকেল চারটার পর থেকে মহাসড়কে সিএনজিচালিত অটোটেম্পু ও অটোরিকশা চলাচল করতে পারবে।

এদিকে শনিবার দিনব্যাপি এ মহাসড়কের ৫টি পয়েন্ট এলেঙ্গা, রাবনা বাইবাস, মির্জাপুর, গোড়াই ও নাটিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এ সময় তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দেয়া হয়।

টাঙ্গাইলের ট্রাফিক ইনচার্জ আরিফুর রহমান জানান, সরকারের নির্দেশ মোতাবেক কোনো অবস্থাতেই আমরা মহাসড়কে কোনো অটোরিকশা ও অটোটেম্পু চলতে দিতে পারি না। এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।