৪৭ এ সোহরাওয়ার্দীর উদ্যোগ বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০২ আগস্ট ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ১৯৪৭ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বাধীন অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তা বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। তা ছিল বাঙালির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে দীর্ঘ প্রয়াস তারই অংশ বিশেষ। সেদিন সে উদ্যোগ সফল হয়নি বটে তবে বাঙালির স্বাধীন রাষ্ট্র ভাবনা এর সঙ্গে বিলুপ্ত না হয়ে বরং পাকিস্তানি পর্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ধাপে ধাপে তা অগ্রসর হয়ে `৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত পরিণতি লাভ করে।

তিনি রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার ৫ম দিনের প্রথম বক্তা হিসেবে আলোচনা সভায় এসব কথা বলেন।

কর্মশালার দ্বিতীয় পর্বের আলোচনা সভায় দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল (অবঃ) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতিক। মুক্তিযুদ্ধে সশ্রস্ত্র প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে তিনি তার বক্তব্যে বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতির সর্বাত্মক যুদ্ধ। পাকিস্তানপন্থী কিছু সংখ্যক বেঈমান ও হানাদার বাহিনীর সহযোগী ছাড়া সমগ্র জাতি সেদিন স্বাধীনতা অর্জনের প্রশ্নে অস্ত্র হাতে জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। এমনি একটি জাতির স্বাধীনতার অদম্য আকাঙ্খাকে অস্ত্র প্রয়োগ করে কখনোই অবদমিত করা যায় না।  স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় তাই প্রমাণ করে।
                    
আমিনুল ইসলাম/এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।