নরসিংদীতে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টার অবতরণ
যান্ত্রিক ত্রুটির কারণে নরসিংদীর শিবপুরে কৃষি জমিতে জরুরি অবতরণ করেছে স্কয়ার এয়ার লিমিটেডের একটি হেলিকপ্টার। রোববার দুপুর ২টার দিকে উপজেলার বান্দারদিয়া গ্রামের একটি কৃষি জমিতে এই হেলিকপ্টার অবতরণ করা হয়।
পুলিশ জানায়, স্কয়ার এয়ার লিমিটেডের হেলিকপ্টার (ঝ২-অএঝ) ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট দ্রুত হেলিকপ্টারটি শিবপুরের বান্দারদিয়ার কৃষি জমিতে অবতরণ করেন। এ সময় হেলিকপ্টার ও পাইলটের কোন ক্ষয়ক্ষতি হয়নি। পরে ঢাকা থেকে আরেকটি হেলিকপ্টার দিয়ে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর হেলিকপ্টারটি আকাশে উড্ডয়ন করতে সক্ষম হয়।
শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন বলেন, খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধাসহ আমরা ঘটনাস্থলে যায়। হেলিকপ্টারটি মূলত যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুত একটি কৃষি জমিতে অবতরণ করে। এতে পাইলট ক্যাপ্টেন কামাল ও হেলিকপ্টার অক্ষত রয়েছে। পরে তাদের টেকনিশিয়ানদের দ্বারা মেরামত করে হেলিকপ্টার নিয়ে চলে যায়।
সঞ্জিত সাহা/এআরএ/পিআর