উল্লাপাড়ায় অস্ত্রসহ ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৮ জুন ২০১৮

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শিবপুর বামনগ্রাম থেকে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত ও অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি হাঁসুয়া ও নগদ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার মো.  হুমায়ন কবির।

এর আগে শুক্রবার ভোররাতে তার নেতৃত্বে উল্লাপাড়ার শিবপুর বামনগ্রামে অভিযান চালিয়ে ডাকাত ও অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার চরবর্ধনগাছা গ্রামের মৃত করিম বক্স মোল্লার ছেলে আব্দুস ছামাদ মোল্লা (৫০), আজিজুর সরকারের ছেলে শরিফুল ইসলাম শরিফ (৩২), মৃত বরকত প্রামাণিকের ছেলে বাবলু ও কয়ড়া হরিশপুর গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে আব্দুর মতিন (৩৪)।

র‌্যাব জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন ধরণের অপরাধ কর্মকাণ্ড করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।