চট্টগ্রামে ৭৫টি চোরাই ফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০৭ জুন ২০১৮

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর গ্রিনভ্যালি আবাসিক এলাকার একটি বাসা থেকে ৭৫টি চোরাই মোবাইল উদ্ধার করেছে পুলিশ। একই বাসা থেকে ৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকাও জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে এই অভিযানে এসব উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রিনভ্যালি আবাসিক এলাকার রেজুয়ান ম্যানশনের ৬য় তলায় ভাড়া নিয়েছিলেন হাটহাজারী থানার পশ্চিম ধলাই তালুকদার বাড়ির মোহাম্মদ মামুনুর রশিদের স্ত্রী শাবনূর (৩২)।

গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযানে যায় পুলিশ। অভিযান টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। বাসা থেকে ৬০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৫টি অন্যান্য ফোন ও নগদ ৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জাগো নিউজকে বলেন, `ছিনতাই ও চোরাই মোবাইল ফোন সংঘবদ্ধ গ্রুপের মাধ্যমে কেনা-বেচার সঙ্গে জড়িত রয়েছে একটি চক্র। এই চক্রের সঙ্গে জড়িত সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। পলাতক শাবনূরসহ জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।