গৃহকর্মীকে অমানবিক নির্যাতন, স্কুলশিক্ষিকা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৭ জুন ২০১৮

নেত্রকোনায় রোকেয়া আক্তার মিম (১৩) নামে এক গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে ফারজানা আক্তার (৩০) নামে এক স্কুলশিক্ষিকাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার শহরের নাগরা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক ফারজানা ওই এলাকার স্কুলশিক্ষক রাসেল মাহমুদের স্ত্রী এবং আধপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নির্যাতনের শিকার মিমি চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের অটোরিকশা চালক বাচ্চু মিয়ার মেয়ে।

মিম জানায়, সৎ মায়ের পরামর্শে তার বাবা তাকে স্কুলশিক্ষিকা ফারজানার বাসায় গৃহকর্মীর কাজে দিয়েছিল।

নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহকর্মী মিমকে মাথায় জখম ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন ও ছ্যাঁকা দেয়ার পোড়া দাগ দেখা গেছে। আটকের পর নির্যাতনকারী ফারজানার পরিবারের সঙ্গে বাবা বাচ্চু মিয়া বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করলেও মিম তাতে বাধা দেয়। সে তার ওপরে চলা অমানবিক নির্যাতনের বর্ণনা দিয়ে ফারজানার কঠোর শাস্তি দাবি করেছে। নির্যাতনকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কামাল হোসাইন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।