সড়ক অবরোধ : প্রতিবাদে ১৬ রুটে বাস ধর্মঘট


প্রকাশিত: ০৯:৩১ এএম, ০২ আগস্ট ২০১৫

মহাসড়কে মাহিন্দ্রা, অটোরিকশা, টেম্পুসহ থ্রি হুইলার যান বন্ধের প্রতিবাদে গৌরনদীতে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মালিক ও শ্রমিকরা। এ সময় গৌরনদী-পয়সারহাট ও গোপালগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয় তারা। রোববার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে, থ্রি হুইলার যান মালিক, চালক ও শ্রমিকরা গৌরনদী-পয়সারহাট ও গোপালগঞ্জ সড়ক অবরোধ করে যাত্রীবাহী বাস চলাচলে বাধা দেয়ায় বরিশালের অভ্যন্তরীণ ১৬ রুটে অনির্দিষ্টকালে জন্য ধর্মঘটের ডাক দিয়েছে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। পাশাপাশি মহাসড়ক থেকে থ্রি-হুইলার যান চলাচল বন্ধ না হলে বরিশালের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধের হুমকি দিয়েছে বাস মালিক সমিতি। দুপুর সোয়া ১টার পর থেকে অভ্যন্তরীণ ১৬টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।

প্রতক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপি গৌরনদী-পয়সারহাট ও গোপালগঞ্জ সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় মাহিন্দ্রা, অটোরিকশা, টেম্পুসহ থ্রি হুইলার যানের মালিক ও শ্রমিকরা । এ সময় সড়কের দু’প্রান্তে বহু যাত্রীবাহী যানবাহন আটকা পরে।

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা কাজী আল আমীন, রাজ্জাক তালুকদার, শাহ মো. কালাম, আলী হোসেন, সত্তার হাওলাদার প্রমুখ। পরবর্তীতে পৌর মেয়র হারিছুর রহমান ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলামের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।

গৌরনদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, অটোটেম্পু শ্রমিকলীগের ব্যানারে একটি মিছিল গৌরনদী-আগৈলঝাড়া সড়কে সমাবেত হয়ে যান চলাচলে বাধা দেয়। এক পর্যায়ে শ্রমিকরা শান্ত হয়ে ফিরে যান ।

বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী জানান, আগৈলঝাড়া-পয়সারহাট রুটে থ্রি হুইলার যানবাহনের মালিক, চালক ও শ্রমিকরা বাস চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে বরিশাল-বানারীপাড়া, বরিশাল-মুলাদি, বরিশাল-গৌরনদীসহ অভ্যন্তরীণ ১৬ রুটে অনির্দিষ্টকালে জন্য ধর্মঘটের ডাক দিয়েছে মালিক শ্রমিক নেতৃবৃন্দ । তাই ওই সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

সাইফ আমীন/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।