সিলেটে অটোরিকশা চালকদের অবস্থান কর্মসূচি
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রোববার সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে অবস্থান নিয়েছে অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সকাল থেকেই নেতৃবৃন্দ সিলেটের সড়ক-মহাসড়কের দক্ষিণ সুরমার চন্ডিপুল, বিশ্বনাথের রশিদপুরসহ ১২টি পয়েন্টে এ অবস্থান কর্মসূচি শুরু করেন।
জেলা অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ জানান, জেলার ১২টি স্থানে তারা ধর্মঘট কর্মসূচি পালন করছেন। বেলা সাড়ে ১১টার দিকে তারা দক্ষিণ সুরমার চন্ডিপুলে অবস্থান নেন। এতে বিপুল সংখ্যক শ্রমিক অংশ নিয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র সুজ্ঞান চাকমা জানান, অবস্থান সত্ত্বেও মহাসড়কে যথারীতি দূরপাল্লার যানবাহন চলাচল করছে। আন্দোলনকারীরা রাস্তার পাশে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করছেন। এ ব্যাপারে পুলিশও সতর্কাবস্থায় রয়েছে বলে জানান সুজ্ঞান চাকমা।
সরকার সারা দেশের মহাসড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা ও অটোটেম্পো চলাচল ১ আগস্ট থেকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেন। মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের ফলে সিলেট-ঢাকা মহাসড়ক, সিলেট- তামাবিল মহাসড়ক ও সিলেট- সুনামগঞ্জ মহাসড়কে অটোরিকশা ও অটোটেম্পো চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘটের ফলে সিলেট জেলার কোথাও কোনো সিএনজি অটোরিকশা চলাচলের খবর পাওয়া যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াতকারীরা। সকাল থেকেই নগরের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। অনেকেই সময়মত অফিস, আদালত বা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছেন না। ধর্মঘটে সিলেট নগরের বিভিন্ন পয়েন্টে নেই কোনো যানজট। সিএনজি অটোরিকশা ছাড়া নগরের বড় বড় রাস্তাগুলোতে অন্যান্য গাড়ি চলছে নির্বিঘ্নে।
সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ বলেন, মহাসড়কে অটোরিকশা-অটোটেম্পো চলাচলে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আলাদা লেনের ব্যবস্থাসহ বিভিন্ন দাবি জানিয়েছে অটোরিকশা-অটোটেম্পো মালিক শ্রমিকরা।
রোববার সকাল ৮টা থেকে সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ও অটোটেম্পো বন্ধ রেখে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি না মানার আগ পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এ ব্যাপারে সিলেটের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুশফেকুর রহমান বলেন, সিলেটের মহাসড়কগুলোতে অটোরিকশা ও অটোটেম্পো চলাচল বন্ধ রয়েছে।
ছামির মাহমুদ/এসএস/পিআর