টেকনাফে ৩০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩


প্রকাশিত: ০৭:৪১ এএম, ০২ আগস্ট ২০১৫

কক্সবাজার জেলার টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোরে উপজেলার নাজিরপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সদরের শীলবুনিয়া পাড়ার জাফর আলমের ছেলে ফরিদ আলম (২০), ইসহাকের ছেলে শরিফ আলম (১২) ও নাজিরপাড়ার আব্দুল মালেকের ছেলে ইব্রাহিম (১৩)।

টেকনাফ ৪২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল নাজিরপাড়ার নাফ নদীর তীরে অবস্থান নেয়। পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করা হয়।

এসময় আটকদের মধ্যে ফরিদের দেহ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার তথ্যের সত্যতা স্বীকার করেছেন।

সায়ীদ আলমগীর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।