চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে ক্যাপ্টেন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:৫৫ এএম, ০৫ জুন ২০১৮

চট্টগ্রাম বন্দরে একটি পণ্যবাহী জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন জাহাজের ক্যাপ্টেন। সোমবার (৪ জুন) রাত পৌনে ৯টার দিকে বন্দরের সাত নম্বর জেটিতে এ ঘটনা ঘটে।

৫৭ বছর বয়সী নিখোঁজ ক্যাপ্টেনের নাম মার্কুপোলোস ভাসিলিওস। তিনি গ্রিসের নাগরিক। তিনি সাইপ্রাসের পতাকাবাহী ‘এমভি ইভনিয়া’ জাহাজের ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন।

বন্দর কর্মকর্তারা জানান, স্টিল পাইপ ও যন্ত্রপাতি নিয়ে চীন থেকে আসা জাহাজটি সোমবার বন্দর জেটিতে ভেড়ে। জাহাজের পানির নিচের অংশের দৈর্ঘ্য পরিমাপের জন্য ঝুলন্ত সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে যান ওই ক্যাপ্টেন।

দুর্ঘটনার পরই নৌবাহিনী ও কোস্টগার্ড নিজস্ব জলযান নিয়ে এবং বন্দরের টাগবোট কান্ডারি-১২ উদ্ধার অভিযান শুরু করলেও রাত ১১টা পর্যন্ত নিখোঁজ ক্যাপ্টেনের সন্ধান মেলেনি।

দুর্ঘটনার সময় কর্ণফুলীতে ভাটা ছিল। জাহাজ থেকে নাবিকরা বয়া ছুড়ে ফেললেও তীব্র স্রোতের কারণে তা ক্যাপ্টেন ধরে রাখতে পারেননি।

আবু আজাদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।