এক ইলিশের দাম সাড়ে ৯ হাজার টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৩ জুন ২০১৮

মেঘনায় ধরা পড়েছে দুই কেজি ৬০০ গ্রাম ওজনের বড় একটি ইলিশ। ইলিশটি সাড়ে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলায় স্থানীয় জেলে নুরুল ইসলাম ভাণ্ডারির জালে ইলিশটি ধরা পড়ে। পরে শশীগঞ্জ মাছঘাটে আনা হলে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে মাছটি কেনেন ঘাটের বেপারি মো. মহিউদ্দিন।

মহিউদ্দিন বেপারি বলেন, শশীগঞ্জ মাছঘাটের মৎস্য আড়ৎদার সিরাজ মেম্বারের গদির মাঝি নুরুল ইসলাম ভাণ্ডারির জালে শনিবার দুই কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশটি ধরা পড়ে। ঘাটে এলে মাছটি দেখার জন্য অন্য আড়ৎদার ও জেলেরা ভিড় জমায়।

পরে মাছটি সাড়ে ৯ হাজার টাকায় ক্রয় করেন তিনি। মাছটি আরও অধিক দামে বিক্রির আশায় ঢাকায় পাঠাবেন বলে জানান বেপারি মহিউদ্দিন।

এদিকে নদীতে মাছ কম হলেও বড় ইলিশ ধরতে পেরে মহাখুশি জেলে নুরুল ইসলাম ভাণ্ডারি। তিনি জানান, যেহেতু নদীতে এখন মাছ অল্প, তাই মাঝেমধ্যে এমন বড় ইলিশ জালে ধরা পড়লে লাভ বেশি হয়।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।