শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি গ্রেফতার
ট্রেনে অগ্নিসংযোগ, নাশকতাসহ একাধিক মামলায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি কেএম তরিকুল ইসলাম আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুর পৌনে ২টার দিকে শাহজাদপুর পৌরসভা ভবনে এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১০ সালে সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম আরিফ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর পৌনে ২টায় পৌরভবনের পাশে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এদিকে, নির্বাচনের আগে বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও পৌর বিএনপির সভাপতি তরিকুল ইসলাম আরিফকে গ্রেফতারের তীব্র নিন্দা তার নিঃশর্ত মুক্তির দাবি করেছেন সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিস সারোয়ার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস