টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ, ছাত্রলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ৩১ মে ২০১৮

কক্সবাজারের টেকনাফে ইয়াবা নিয়ে পালানোর সময় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ছয় হাজার পিস ইয়াবা ও দুটি দেশীয় বন্দুকসহ এক ছাত্রলীগ নেতা ও গুলিবিদ্ধ যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালি গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- একই গ্রামের ফরিদুল আলমের ছেলে মো. মোস্তাক (৩০) ও বন্দুকযুদ্ধে নিহত নুর মোহাম্মদের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন ফাহিম (২৫)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, একটি ইয়াবার চালান পাচারের খবর পেয়ে র‌্যাবের একটি ইউনিট আলীখালি গ্রামে যায়। সেখানে মোস্তাক ও ফাহিমকে তল্লাশির জন্য থামানোর চেষ্টা করা হয়। কিন্তু তারা দুজনেই দৌঁড়ে পালানোর চেষ্টা করে। আমরা পিছু ধাওয়া করলে তারা আমাদেরকে গুলি করে। পরে আমরাও পাল্টা গুলি চালাই। এতে মোস্তাক গুলিবিদ্ধ হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।