গৃহবধূ-ছাত্রলীগ নেতাকে বিবস্ত্র করে ফেসবুকে ভিডিও, মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ৩১ মে ২০১৮

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা ও এক গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছাত্রলীগ নেতা ও গৃহবধূ। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

এর আগে বুধবার (৩০ মে) দুপুরে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। এতে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম-পুলিশ আলাউদ্দিনসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভবানীগঞ্জ ইউনিয়নের গ্রাম-পুলিশ আলাউদ্দিন দীর্ঘদিন থেকে চরউভূতি গ্রামের ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছে। বিভিন্ন সময় তাকে অনৈতিক প্রস্তাবও দেয়া হয়েছিল। তার স্বামী বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে ওঠে।

গত ২৬ মে রাত ৮টার দিকে কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপ্লব গৃহবধূর স্বামীর সঙ্গে যোগাযোগ করে জরুরি কাজে তার বাড়িতে যান।

এ সময় আলাউদ্দিন তার সহযোগীদের নিয়ে হঠাৎ গৃহবধূর বসতঘরে ঢুকে। জোরপূর্বক তারা রাকিব ও গৃহবধূর জামা-কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে। একপর্যায়ে দুইজনকে পাশাপাশি বসিয়ে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে তারা সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি করেন ভুক্তভোগীরা।

এ সময় সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান বিপ্লব, ওই গৃহবধূ ও তার স্বামী উপস্থিত ছিলেন।

কাজল কায়েস/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।