রাজশাহীর মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত : ৩৫টি মামলা


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০১ আগস্ট ২০১৫

রাজশাহীর বিভিন্ন মহাসড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধে সরকারি আদেশ কার্যকরের প্রথম দিনে ৩৫টি মামলা দায়ের করেছে রাজশাহী জেলা প্রশাসন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব যানবাহন চলাচল বন্ধে অভিযান চালানো হয়। নগরীর আমচত্বর ও মাহেন্দ্রা বাইপাস এবং কাশিয়াডাঙ্গা মোড়ে বসানো হয় চেকপোস্ট।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন ও পারভিন সুলতানা এসব স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত চলাকালে সরকারি নীতিমালা ভঙ্গের দায়ে মোট ৩৫টি মামলা দায়েরসহ অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী জাগো নিউজকে জানান, সরকারি নিষেধাজ্ঞার নিদের্শনা অনুযায়ী মহাসড়কে সকল ধরনের অ-যান্ত্রিক যানবাহন বন্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শাহরিয়ার অনতু/এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।