সড়ক দুর্ঘটনা রোধে চালক ও হেলপারদের প্রশিক্ষণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ৩০ মে ২০১৮

সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা রোধে পরিবহন চালক, চালকের সহকারী, পরিবহন যাত্রী, ফুটপাতে চলাচলকারী পথচারীদের নিয়ে জনসচেতনতা, উদ্বুব্ধকরণ, চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা করেছে মাওনা হাইওয়ে থানা।

বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সেতুর নিচে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন ও উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত এই প্রশিক্ষণ দেন।

SRiPUR(GAZiPUR)

প্রশিক্ষণ কর্মশালায়- ফিটনেসবিহীন গাড়ি চালানো, অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে গাড়ি ও বেপরোয়াভাবে গাড়ি না চালানো, গাড়ির হেড লাইট, লুকিং গ্লাস, ব্রেক, গ্যাস ও তেল আছে কিনা তা চেক করে সড়ক ও মহাসড়কে গাড়ি নামানো। রাস্তা ব্লক না করে পেছনের গাড়িতে সাইড দেয়া, যাত্রীদের সঙ্গে ভাল আচরণ করা, অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং সড়কে বিভিন্ন সাইন সম্পর্কে ধারণা দেয়া হয়।

শিহাব খান/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।