শরীয়তপুরে ৩ সন্তানের জন্ম দিলেন রাহিমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ৩০ মে ২০১৮

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রাহিমা বেগম (৩০) নামে এক গৃহিনী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ভেদরগঞ্জ বাজারে পদ্মা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওই নারী তিনটি সন্তান জন্ম দেন। সন্তানদের মধ্যে তিনটিই মেয়ে।

প্রসূতি রাহিমা গোসাইরহাট উপজেলার গরিবেরচর ইউনিয়নের রশিদ হাওলাদার কান্দি গ্রামের মো. বাসেদ হাওলাদরের স্ত্রী। রাহিমা গৃহিনী, তার স্বামীর হোটেল ব্যবসা আছে।

Child1

রাহিমার পরিবারের সদস্যরা জানান, গত সোমবার বিকেলে হঠাৎ করে রাহিমার প্রসব ব্যথা উঠলে তাকে দ্রুত পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গাইনি বিশেষজ্ঞ ডা. আম্বিয়া আলম (কনা) রাহিমার নর্মালে প্রসব করান। এ সময় রাহিমার তিনটি ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেন।

পদ্মা মেডিকেলে নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটের চিকিৎসক ডা. আব্দুল মান্নান জানান, নবজাতকদের মধ্যে তিনজনই সুস্থ আছেন।

মো. ছগির হোসেন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।