ফতুল্লা ও নওগাঁয় দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ১২:২৬ পিএম, ০১ আগস্ট ২০১৫

নারায়ণগঞ্জ ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম (৪০) নামে এক অটোরিকশা (ইজিবাইক) চালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে ফতুল্লার তক্কার মাঠ এলাকার নুর হোসেনের ইজিবাইকের গ্যারেজে এ ঘটনা ঘটে। এদিকে, নওগাঁ শহরের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের ভিতরে অবস্থিত পুকুরে শনিবার দুপুরে গোসল করতে নেমে ফারদিন আফজাল খান (১৪) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জাগো নিউজকে জানান, সালাম তক্কার মাঠ এলাকার নুর হোসেনের ইজিবাইকের গ্যারেজে নিজের গাড়ির বৈদ্যুতিক চার্জার থেকে খুলতে গিয়ে সালাম বিদ্যুতস্পৃষ্ট হলে তাকে নারায়ণগঞ্জ খানপুর ৩শ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত সালাম ফতুল্লার রামারবাগ এলাকার আবু কালামের বাড়ির ভাড়াটিয়া মিনহাজ উদ্দিনের ছেলে।       

অন্যদিকে, নওগাঁ শহরের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন ভিতরে অবস্থিত পুকুরে গোসল করতে নেমে ফারদিন আফজাল খান (১৪) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে ফারদিন তার দুই বন্ধুর সঙ্গে বরেন্দ্র অফিসের পুকুরে গোসল করতে নামে। সে সাঁতার কেটে পুকুরের ওপাড়ে যায়। ফেরার পথে পুকুরের মাঝখানে হঠাৎ সে তলিয়ে গেলে তার বন্ধুরা লোকজনকে ডাকাডাকি শুরু করে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফারদিনকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ফারদিনের বাবা আব্দুল্লাহ খান জানান, ফারদিন খুব মেধাবী ছাত্র। সে মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। সে ঈদের ছুটিতে নওগাঁ শহরের চকমুক্তার এলাকায় তার নানী সাবেক এমপি রায়হান আকতার রনির বাসায় বেড়াতে আসে। সোমবার তার ঢাকা ফেরার কথা ছিল।

এ ব্যাপারে নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে বলা হয়েছে।

আব্বাস আলী/ মো. শাহাদাৎ হোসেন/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।