মোটরসাইকেল নিয়ে ভুল বোঝাবুঝি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৮ মে ২০১৮

টাঙ্গাইলে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। সোমবার বিকেল ৩টার দিকে শহরের টাঙ্গাইল প্লাজা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল প্লাজা মার্কেটের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির সময় মডেল থানায় কর্তব্যরত পুলিশ সদস্য কালামসহ অপর এক চোরকে হাতেনাতে আটক করে দোকানিরা। এ সময় আটক চোর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কেটের ছাঁদে নিয়ে আটক রাখে মার্কেট কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টাঙ্গাইল মডেল থানার এসআই আমান। তবে তিনি পরিস্থিতি সামাল দিতে না পেরে থানায় সংবাদ পাঠান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে আটক চোর সদস্যদের হেফাজতে নেয়। এ সময় উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরিস্থিতি অস্বাভাবিক দেখে ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ সদস্যরা।

টাঙ্গাইল প্লাজা মার্কেটের সভাপতি বাবুল তালুকদার জানান, ঘটনাটি মসজিদ মার্কেটের হলেও গণপিটুনি থেকে বাঁচাতে পুলিশ সদস্য কালামসহ অপর এক চোরকে টাঙ্গাইল প্লাজা মার্কেটে আটক রাখা হয়। একই সঙ্গে এ সংবাদ মডেল থানায় দেয়া হয়। সংবাদ পেয়ে মডেল থানা পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে এসে আটক পুলিশ সদস্য কালামসহ অপর চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

Tangail-Faghting-pic-01

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, আমি ও আমার গানম্যান কালাম টাঙ্গাইল প্লাজার মনে মন্টু শাড়ির দোকান থেকে শাড়ি কিনতে যাই। তবে এর আগে আমার গানম্যান কালাম মার্কেটের সামনে মোটরসাইকেল নিয়ে উপস্থিত ছিল। আমার কেনাকাটায় বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে সে তার পরিচিত রবি নামের এক ছেলেকে তার মোটরসাইকেলটি নিয়ে থানায় রেখে আসতে বলে। রবি মোটরসাইকেলের চাবি নিয়ে মার্কেটের সম্মুখে যায় ও মোটরসাইকেলটি চাবি দিয়ে খোলার চেষ্টা করে। গানম্যানের মোটরসাইকেল ও চাবি দিয়ে খোলার চেষ্টা করা মোটরসাইকেলটি একই রংয়ের হওয়ার কারণে ভুলবশত এ ঘটনাটি ঘটে। এছাড়াও ওই মোটরসাইকেলের মালিক মোটরসাইকেল চুরি হচ্ছে বলে চিৎকার দেয়ায় জনতা উত্তেজিত হয়ে আটকদের গণপিটুনি দেয়া শুরু করে।

তবে চোর সন্দেহে আটক দুইজনকে মার্কেট কর্তৃপক্ষ নিরাপদে আটক রেখে মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বলেও জানান ওসি সায়েদুর রহমান।

আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।