বিয়ের দু’বছরেই স্বামী হারিয়ে নির্বাক রিপুলের স্ত্রী
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) জাতিসংঘ মিশনে থাকা বাংলাদেশি শান্তিরক্ষী রিপুলের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের কুতুবপুরে এখন শোকের মাতম চলছে। ছেলের মৃত্যু সংবাদ শোনার পর বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা আব্দুল হামিদ মন্ডল ও মা মনোয়ারা বেগমসহ স্বজনরা। বিয়ের দুই বছরের মাথায় স্বামীকে চিরদিনের মতো হারিয়ে নির্বাক স্ত্রী মনিরা বেগমও।
রিপুলের ছোট ভাই রিমন হোসেন রায়হান জানান, বাবা আব্দুল হামিদ কৃষি কাজ করেন। তিনি স্থানীয় মসজিদের মোয়াজ্জিনও। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে নিহত রিপুল ছিলেন সপ্তম। ২০০৩ সালে সেনাবাহিনীতে যোগদেন রিপুল। ৬ মাস আগে বগুড়ার মাজিরা সেনানিবাস থেকে জাতিসংঘ মিশনে অংশ নেন। রোববার বিকেলে গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখে তারা রিপুলের মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
রিমন বলেন, রিপুল ভাই ভালো মানুষ ছিলেন। দুই বছর আগে বিয়ে করেছেন পার্শ্ববর্তী ইউনিয়নের বন্ধুর মোড় এলাকায়। তাদের কোনো সন্তান নেই। এভাবে অকালে ভাইকে হারাবো তা কখনো ভাবতে পারিনি। মৃত্যুর সংবাদ শোনার পর থেকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা-বাবা।
আভিযানিক দায়িত্ব পালনকালে শনিবার মধ্য আফ্রিকার ইয়ালোক নামক স্থানে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। এদের একজন হলেন, সৈনিক (টিএ) মো. রিপুল মিয়া (৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারি (রংপুর) ও অন্যজন সৈনিক আরজান হাওলাদার (৩৪ ই বেঙ্গল-ফরিদপুর)। এতে আহত হন সৈনিক মো. জামাল উদ্দিন মোল্লাহ (৩৪ ই বেঙ্গল-ফরিদপুর) ও সৈনিক মো. মজাহিদুল ইসলাম (৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি-নওগাঁ)।
জিতু কবীর/এফএ/পিআর