রংপুরে সরকারি স্টাফ কোয়ার্টারে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৭ মে ২০১৮

রংপুর নগরীর ধাপ এলাকায় সরকারি স্টাফ কোয়াটারের একটি ভবনের অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। রোববার বেলা সোয়া ১১টার দিকে ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, স্টাফ কোয়ার্টারে পুলিশের এসআই জয়নাল আবেদীন পরিবার পরিজন বসবাস করেন। রোববার বেলা সোয়া ১১ টার দিকে তৃতীয় তলায় আগুন লাগে। এতে ঘরের ভেতরে থাকা সোফা, খাট, টিভি-ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসআই জয়নাল আবেদীন জানান, হঠাৎ করে বিদ্যুতের তারে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।

RANGPUR-AGUN-PHOTO--2-

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন চন্দ্র জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্টাফ কোয়াটারে বসবাসকারীরা জানান, মাত্র কিছুদিন আগে গণপূর্ত বিভাগ স্টাফ কোয়াটার সংস্কার ও মেরামত করেছে। তারা নিম্নমানের বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করায় গত এক মাসে এ নিয়ে এই কোয়াটারেই ৫ বার আগুন লাগার ঘটনা ঘটেছে।

জিতু কবীর/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।