বরিশালে স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৬ মে ২০১৮
প্রতীকী ছবি

বরিশালের গৌরনদী উপজেলার কাছেমাবাদ এলাকায় যৌতুকের দাবিতে মাদকসেবী স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী সাথী বেগম চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন।

মৃত সাথী বেগম উজিরপুর উপজেলার আনোয়া বারোপাইকা গ্রামের আব্দুল গনির মেয়ে। গত ১৮ মে রাতে আগুনে দগ্ধ হন সাথী বেগম।

১৯ মে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ২০ মে রাতে অগ্নিদগ্ধ সাথীর মা ফকরুন বেগম বাদী হয়ে মেয়ের জামাই আলামিন শিকদারকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানা পুলিশের এসআই মোশারেফ হোসেন খান জানান, গত ২০ মে রাতে গৌরনদী উপজেলার কাছেমাবাদ এলাকায় অভিযান চালিয়ে সাথীর স্বামী আলামিনকে (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলামিনকে ২১ মে দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে বরিশাল কারাগারে পাঠান। সাথীর মৃত্যু হওয়ায় নির্যাতনের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে বলেও জানান এসআই মোশারেফ হোসেন খান।

সাইফ আমীন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।