ভৈরবে ভেজাল পণ্য বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৬ মে ২০১৮

কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলার পরিচালক মো. ইব্রাহিম হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- ভৈরব শহরের সেমাই কারখানা রাজা ফুডের মালিককে ২০ হাজার টাকা, লোকনাথ মিষ্টান্ন ভান্ডার মালিককে ৩০ হাজার টাকা, পৌর শহরের লক্ষ্মীপুর এলাকার সাদিয়া ফুড প্রোডাক্ট সেমাই কারখানা মালিককে ১০ হাজার টাকা ও উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ড এলাকার ফুড দোকান মায়ের দোয়া প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল সেমাই উৎপাদন ও ভেজাল পণ্য বিক্রি করার দায়ে এসব প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন আদালত।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ভৈরব পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম, উপজেলা স্যানেটারি পরিদর্শক মো. রুহুল আমীন ও কিশোরগঞ্জ এবং ভৈরব থানা পুলিশ।

আসাদুজ্জামান ফারুক/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।