পাবনায় বুলবুল কলেজের অধ্যক্ষসহ আটক ১৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:০০ পিএম, ২৬ মে ২০১৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, কারসাজি এবং অসদুপায় অবলম্বনের অভিযোগে পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. রেজাউল ইসলামসহ ১৭ শিক্ষক-পরীক্ষার্থীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল পরীক্ষা চলাকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার অনুজা মণ্ডল বিভিন্ন কেন্দ্র থেকে নয়জনকে আটক করেন। জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে সরকারি শহীদ বুলবুল কলেজ কেন্দ্র থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ প্রফেসর ড. রেজাউল ইসলামসহ তিন শিক্ষক এবং পাঁচ পরীক্ষার্থীকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পাবনা জেলা স্কুল কেন্দ্র থেকে দুইজন, শহীদ ফজলুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে দুইজন, পাবনা ইসলামিয়া কলেজ কেন্দ্র থেকে তিনজন, ও পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে দুইজনকে আটক করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, আটক অধ্যক্ষসহ চার শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। অন্যদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একে জামান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।