বোয়ালখালীতে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৪ মে ২০১৮

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ডোবায় ডুবে কানিজ ফাতেমা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা উপজেলার পূর্ব শাকপুরা এলাকার ফকির পাড়ার মো. নাছেরের মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেলে ফাতেমা খেলতে গিয়ে বাড়ির পাশে একটি ডোবাতে পড়ে গিয়েছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জাগো নিউজকে জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে ফাতেমা নামের এক শিশুকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, বোয়ালখালীতে তিন চালক ও চার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ মে) উপজেলা সদরে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছিয়া খাতুন।

সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করায় মো. ওসমান, মো. ইদ্রিছ, নেছার, ও সাদ্দাম হোসে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া সড়কে যানজট সৃষ্টি করায় মোটর অধ্যাদেশ আইনে চালক আবুল কাশেমকে ৫০০ টাকা ও নেছার ইসলামকে ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।