পঞ্চগড় ছিটমহলে উড়লো বাংলাদেশের পতাকা


প্রকাশিত: ০৪:১৮ এএম, ০১ আগস্ট ২০১৫

অবশেষে পঞ্চগড় সদর উপজেলার সাবেক ভারতীয় গারাতি ছিটমহলে রাষ্ট্রিয়ভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হলো। শনিবার ভোর ৬টায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সামছুল আজম এ পতাকা উত্তোলন করেন। এসময় পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহাম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, গারাতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মফিজার রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সেখানকার অধিবাসীদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে ফোরকানিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়।



পতাকা উত্তোলনের পর সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সামছুল আজম ৬৮ বছর পর ছিটমহলবাসীদের বাংলাদেশি নাগরিক হিসেবে স্বাগত জানান। তিনি পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে জেলার ৩৬টি ভারতীয় ছিটমহলে মোমবাতি, প্রদীপ ও মশাল জালিয়ে ছিটমহল এলাকা আলোকিত করা করা হয়। সন্ধ্যার পর থেকে গারাতি এলাকার ফোরকানিয়া মাদ্রাসা মাঠে নাটক, সঙ্গীতানুষ্ঠান উপভোগসহ সেখানকার অধিবাসীরা রাতভর উল্লাস করেন। ৬৮ বছর ধরে নাগরিক সুবিধা বঞ্চিত ছিটমহলের বাসিন্দারা আলো জ্বালিয়ে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেন। মুহূর্তেই বনে যান বাংলাদেশের গর্বিত নাগরিক।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।