মুক্তামণির কবর পাকা করে দেবেন এমপি জগলুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৪ মে ২০১৮

চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বুধবার না ফেরার দেশে পাড়ি দিয়েছে বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামণি। তার মৃত্যুতে শোকে কাতর গোটা দেশের মানুষ।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বৃহস্পতিবার বেলা ১১টায় মুক্তিমণির বাড়িতে যান সাতক্ষীরা-৪ অাসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। তার পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মুক্তামণির কবর জিয়ারত করেন এমপি।

এ সময় এসএম জগলুল হায়দার জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিজ অর্থায়নে মুক্তামণির কবরটি পাকা করে দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। কবর পাকা করতে ও দোয়া অনুষ্ঠান আয়োজনের জন্য তার বাবা ইব্রাহিম গাজীকে টাকা দিয়েছি। এরপর কবরে টাইলস লাগানোর জন্য আমার পরিচিত একজনকে দায়িত্ব দেয়া হয়েছে।

মুক্তামণির বাবা ইব্রাহিম গাজী বলেন, এমপি মহোদয় কবরটি পাকা করা ও দোয়া অনুষ্ঠানের জন্য নগদ অর্থ দিয়েছেন। দু'এক দিনের মধ্যে কবরটি পাকা করার ব্যবস্থা নেব।

আকরামুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।