মাদারীপুরে নকল সেমাই কারখানা সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৪ মে ২০১৮

মাদারীপুরের কালকিনিতে নকল সেমাই কারখানা সিলগালা ৬ টন সেমাই ধ্বংস ও ৮০হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় উপজেলার পাথুরিয়ার পাড় (দক্ষিণ ধুয়াসার) গ্রামের মো. হালিম ঘরামী নিউ ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানায় মাদারীপুর র‌্যাব -৮ এর কোম্পানি কমান্ডার তাজুল ইসলাম ও মাদারীপুরজেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের টিম এই অভিযান চালায়।

এ সময় তারা লাচ্ছা সেমাই, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ নামের খালি প্যাকেট ও বি এস টি আই এর রেজিনং ১৬২০ এর অসংখ্য প্যাকেট ও প্যাকেটের গায়ে মেয়াদ দেয়ার সিল,প্যাকেট আটকানোর হিটিং ম্যাশিন ও খারখানায় নোংরা পরিবেশে নিন্মমানের তৈরিকৃত ৬ টন সেমাই উদ্ধার করে। পরে উদ্ধারকৃত সেমাই ধ্বংস করে কারখানাটিকে ৮০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করে দেন।

কারখানার মালিক মো.হালিম ঘরামী বলেন, আমি এ সেমাই প্যাকেট জাত করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতাম আর করবো না।

র‌্যাব ৮ এর কোম্পানি কমান্ডার তাজুল ইসলাম বলেন, আমরা তার কাছে কোম্পানির কাগজপত্র চাই তিনি কোনো কাগজপত্র দিতে পারেননি তাই আমরা অভিযান পরিচালনা করি।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ পথ অবলম্বন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে,আমাদের এ অভিযান চলবে।

এ কে এম নাসিরুল হক/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।