উত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাত : যশোরে আহত নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩২ পিএম, ২৩ মে ২০১৮

যশোর শহরের রায়পাড়া তুলাতলা এলাকায় বোনের উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত পারভীন বেগম অবেশেষে মারা গেছেন। বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত পারভীন বেগম ওই এলাকার মৃত আক্তার কাজীর মেয়ে।

এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, শহরের চাঁচড়া রায়পাড়ার মেসিয়ার খোকনের ছেলে অন্তর পারভীন বেগমের এক বোনকে উত্যক্ত করতো। কিন্তু পারভীন বেগম এ জন্য তাকে নিষেধও করেন।

গত ১৪ এপ্রিল অন্তরসহ তার সহযোগীরা পারভীন বেগমের বাড়িতে গিয়ে তার বোনকে অপহরণের চেষ্টা চালালে তিনি বাধা দেন। এ সময় অন্তর তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান।

এ ব্যাপারে যশোর কোতয়ালী থানার ওসি কেএম আজমল হুদা জানান, হামলার শিকার পারভীন চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা গেছেন। আর এই হামলায় জড়িত অন্তরকে পুলিশ আটক করেছে।

মিলন রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।