আগৈলঝাড়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৩ মে ২০১৮

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফ আহম্মেদ রাসেল জানান, উপজেলা সদরের শ্রী গুরু চাঁদ মিষ্টান্ন ভান্ডারকে ওজন কম দেয়া ও দধি তৈরির লাইসেন্স না থাকায় তিন হাজার টাকা জরিমানা, একই অপরাধে মন্ডল মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা, গৈলা শ্রী দূর্গা মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় গৈলা মডার্ন বেকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্যানিটারি পরিদর্শক সুকলাল সিকদার উপস্থিত ছিলেন।

সাইফ আমীন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।