পাহাড়ধসে নিহতদের পরিবারকে ৬০ হাজার টাকা প্রদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৩ মে ২০১৮
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মনজয় এলাকায় পাহাড় ধসে নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে নিহতদের প্রত্যেক পরিবারকে ৬০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর মনজয় এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে আহত ও নিহতদের পরিবারের এই অর্থ সহায়তা তুলে দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মনজয় এলাকায় পাহাড় ধসে নারীসহ ৩ জন নিহত হন, আহত হন আরও ২ জন। নিহতদের প্রত্যেক পরিবারকে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা, মন্ত্রণালয় থেকে ২৫ হাজার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও আহতদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় বান্দরবানের জেলা প্রশাসক আসলাম হোসেন ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

সৈকত দাশ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।