মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের এসিডি কার্যক্রম পরিদর্শন
স্থানীয় উন্নয়ন ও মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) কার্যক্রম পরিদর্শনের জন্য বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট শুক্রবার নগরীর সাগরপাড়ার এসিডি কার্যালয়ে যান।
সকাল সাড়ে ১০টায় তিনি এসিডি কার্যালয়ে উপস্থিত হলে সংস্থার সভাপতি প্রফেসর ড. চৌধুরী সারোয়ার জাহান ও নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার ফুলের উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যক্রম সম্পর্কে অবগত হন।
মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে এসিডির কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, মানবপাচার মানবাধিকার লঙ্ঘনের চরমতম রূপ। এটি বন্ধে সরকার, বে-সরকারি ও আন্তর্জাতিক সংস্থাকে একযোগে কাজ করতে হবে।
পরে তিনি এসিডির শেল্টার হোমের মেয়েদের উপস্থাপনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সেখানে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার ২২ জন শিশু এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে। এছাড়া মার্কিন রাষ্ট্রদূত এসিডি পরিচালিত শেল্টার হোম আনন্দমঠ পরিদর্শন করেন এবং শিশুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।
শাহরিয়ার অনতু/এআরএ/পিআর