রাজবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত


প্রকাশিত: ১১:৫৭ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

`অশিক্ষা পুষ্টি নিশ্চিত করি, শিশু বিয়ে বন্ধ করি`-এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে কলেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী।

অন্যান্যের মধ্যে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মাহাবুবুল হক, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আজমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।