পঞ্চগড়ে পাঁচ হাজার কেজি ‘পাকা আম’ ধ্বংস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৩ মে ২০১৮

পঞ্চগড়ে বিশেষ কেমিক্যাল মেশানো প্রায় পাঁচ হাজার কেজি ‘পাকা আম’ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার শহরের প্রধান হাট রাজনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীর কাছ থেকে এসব আম জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পঞ্চগড় কার্যালয়ে সহকারী পরিচালক হেলাল উদ্দিন বলেন, এখনও আম পাকা শুরু হয়নি। তবে কিছু অসাধু ব্যবসায়ী কাঁচা আমে বিশেষ কেমিক্যাল মিশিয়ে পাকিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছিল। এমন তথ্য পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার আড়তদারের কাছ থেকে এসব আম জব্দ করা হয়।

জব্দকৃত আমের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। পরে আমগুলো করতোয়া নদীর কাছে মাঠে জনসমুক্ষে ধ্বংস করা হয়। পাশপাশি অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

সফিকুল আলম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।