বাঁচল না ‘মৎস্যকন্যা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:১২ এএম, ২২ মে ২০১৮

টাঙ্গাইলের সখীপুরে বিরল শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মের আড়াই ঘণ্টা পর মারা গেছে একটি শিশু।

যে বিরল শারীরিক প্রতিবন্ধকতা শিশুটি রোববার রাতে স্থানীয় লাইফ কেয়ার ক্লিনিক অ্যান্ড নার্সিংহোমে জন্ম নেয় সেটি মারমেইড সিনড্রোম নামে পরিচিত। এতে আক্রান্ত শিশুর দু’পা জোড়া লাগানো থাকে; ফলে শিশুকে দেখতে কল্পনার মারমেইড বা মৎস্যকন্যার মতো লাগে। এমন শিশুদের কোনো প্রজনন অঙ্গও থাকে না। ফলে তাদের লিঙ্গ চিহ্নিত করা সম্ভব হয় না।

শিশুটির মা উপজেলার বাঘেরবাড়ি গ্রামের কৃষক আনিছুর রহমানের স্ত্রী মর্জিনা আক্তার।

এ ব্যাপারে লাইফ কেয়ার ক্লিনিক এন্ড নার্সিংহোমের চিকিৎসক আবদুস সাত্তার বলেন, সাধারণত প্রতি লাখে একটি করে এমন শিশু জন্মগ্রহণ করে থাকে।

মারমেইড সিনড্রোমের বিষয়ে তিনি বলেন, এতে আক্রান্ত শিশুর মাথা থেকে কোমর পর্যন্ত সাধারণ জন্ম নেয়া শিশুর মতোই থাকে। কিন্তু নিচের অংশ মাছের লেজের মত দেখায়।

আরিফ উর রহমান টগর/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।