খাতুনগঞ্জে ভেজাল ঘি ও সরঞ্জামসহ গ্রেফতার ২ ভাই
চট্টগ্রাম মহানগরীর খাতুনগঞ্জের আনন্দ মার্কেটে ভেজাল ঘাওয়া ঘি তৈরির কারখানার সন্ধান পেয়েছে নগর গোয়েন্দা পুলিশের একটি দল। রোববার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ঘাওয়া ঘি, ঘি তৈরির উপকরণ ও সরঞ্জামসহ ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- পটিয়া উপজেলার জিরীর আব্দুল্লাহ সওদাগর বাড়ির মো. ইউনুছের ছেলে মো. কামাল উদ্দিন (২৮) ও মো. সাজ্জাদ হোসেন (১৯)।
মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খাতুনগঞ্জের আনন্দ মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, নিম্নমানের কাঁচামাল দিয়ে ভেজাল ঘাওয়া ঘি তৈরি করা হচ্ছে। এ সময় ঘি তৈরির উপকরণ ও সরঞ্জামসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়।’
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ভেজাল ঘাওয়া ঘি তৈরি করে কৌটাজাত করার কথা স্বীকার করেন। তারা এসব ভেজাল ঘি তৈরি করে এম কে ঘোষাল বাঘাবাড়ী মিল্ক ফ্যাট প্রোডাক্টসের ঘাওয়া ঘি নামে বাজারজাত করে আসছিল।
আবু আজাদ/জেএইচ/এমএস