বোয়ালখালীতে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২১ মে ২০১৮

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সরকারি জায়গা দখল করে তৈরি অর্ধশতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) ফোরকান এলাহি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গত ১৫ মে উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়েছিল। এর একদিন পর দোকানগুলো আবার দখল হয়। এর প্রেক্ষিতে ফের অভিযান চালিয়ে এসব ভাসমান দোকান উচ্ছেদসহ কাঁচা তরকারি, মাছ ও ডিম জব্দ করা হয়। জব্দকৃত মালামাল উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

আবু আজাদ/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।