সৈকতেই মাটিচাপা দেয়া হলো মৃত তিমিটিকে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে জোয়ারে ভেসে আসা মৃত তিমিটিকে রোববার বালুচরে মাটিচাপা দেয়া হয়েছে।
এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর রহমান, মহিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা (ইউএলও) মো. রফিকুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরে মো. রফিকুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে মৃত তিমির দেহাবশেষ মাটিচাপা দেয়ার কাজ শুরু করা হয়। এ কাজে ২০-২৫ জন শ্রমিকের পৌনে তিন ঘণ্টা সময় লেগেছে।
ইউএনও মো. তানভীর রহমান বলেন, ‘মাছটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। কুয়াকাটা পর্যটন এলাকার পরিবেশ সুরক্ষায় সৈকতের বালুচরেই দ্রুত মৃত তিমিটিকে মাটিচাপা দেয়া হয়েছে। তবে কেউ এর কঙ্কাল সংরক্ষণের চিন্তা করলে সহায়তা দেয়া হবে।’
উল্লেখ্য গত শুক্রবার গভীর রাতে জোয়ারের স্রোতে ভেসে এসে তিমিটি সৈকতের পূর্বদিকে গঙ্গামতি পয়েন্টে আটকে যায়। মাছটির দৈর্ঘ্য ৫০ ফুট হবে বলে অনুমান করছেন স্থানীয় জেলেরা। তাদের দাবি, তিমিটি ৫-৬ দিন আগে মারা গেছে। ভেসে ওঠা মাছটিতে পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে গোটা সৈকতে। তবুও তিমিটিকে এক নজর দেখার জন্য শত শত মানুষ জড়ো হয় সৈকতের গঙ্গামতি পয়েন্টে।
এমএমজেড/পিআর