খুলনায় বিএনপির ৪ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২০ মে ২০১৮
প্রতীকী ছবি

খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সদর থানা পুলিশের ওপর হামলার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় রোববার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমি আহমেদ শুনানি শেষে আমীর এজাজ খানসহ চারজনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্য তিন নেতা হলেন- মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, যুবদল নেতা শেখ কামাল উদ্দিন ও ছাত্রদল নেতা হেলাল আহমেদ সুমন।

আদালত সূত্র জানায়, গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির দিনে খুলনা সদর থানা পুলিশের ওপরে হামলা ও মারপিটের ঘটনায় একটি মামলা করা হয়। বিএনপির এ চার নেতা ওই মামলার আসামি।

আলমগীর হান্নান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।