নিষিদ্ধ ট্রলারে যাত্রী বহন নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ


প্রকাশিত: ০৯:৫১ এএম, ৩১ জুলাই ২০১৫

ভোলার ইলিশার মেঘনা নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বিপদজনক সংকেত উপেক্ষা করে ভোলা-লক্ষ্মীপুর রুটে ট্রলারে যাত্রী বহন করা হচ্ছে। ট্রলার চলাচলে বাঁধা দিতে গিয়ে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের ভোলা হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ রয়েছে এলাকার চিহ্নিত কালাম ও কোস্টগার্ডের ট্রলার চালক ইউছুফ মাঝিসহ একটি চক্র ট্রলার ব্যবসায় জড়িত।

স্থানীয়রা ট্রলার চলাচলে বাঁধ সাধলে কালাম, বিল্লাল, ইউছুফ বাহিনী হামলা করে। এ নিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে। এ ঘটনায় পুলিশ একটি ট্রলার আটক করেছে।

এদিকে কোমেনের রেশ এখনো কাটেনি। ক্ষণে ক্ষণে ঝড়-বৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তাল হয়ে আছে মেঘনা ও সাগর মোহনা।

অমিতাভ অপু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।