চট্টগ্রামে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২০ মে ২০১৮
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনি থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, তিনটি কিরিচ, ৬২৩ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ মে) সকালে কলোনির মালিপাড়া রেলওয়ে ৯ নম্বর কোয়ার্টার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- ফেনীর সোনাগাজী থানার দুর্গাপুর কুটিরহাট বাজারের হোসেন ব্যাপারীর বাড়ির মো. আবদুর রউফের ছেলে মো. হানিফ ওরফে খোকন (৩৫), সাতকানিয়া উপজেলার আজিজ সওদাগরের বাড়ির কাজী গোলাম মাওলার ছেলে কাজী মো. আবদুল্লাহ (২৮) ও পটিয়া উপজেলার রঞ্জিত কুমার দাসের ছেলে খোকন কুমার দাস (৩২)।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন জানান, গ্রেফতার তিনজন মাদকব্যবসা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজা পাইকারি ও খুচরা বিক্রি করছিলেন।

এছাড়া কক্সবাজারের টেকনাফ, কুমিল্লা ও ফেনী থেকে মাদক এনে বরিশাল কলোনীতে বিক্রি করতেন তারা। প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্রও মজুত করেছিলেন তারা।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।