মংলায় ক্লিংকারবাহী কার্গোডুবি
মংলা বন্দরের পশুর চ্যানেলের জয়মনির গোল এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে ক্লিংকারবাহী (সিমেন্টের কাঁচামাল) এমভি নয়ন শ্রি-৩ নামের একটি কার্গো ডুবে গেছে।
৬৫০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই ওই কার্গো মংলার হারবাড়িয়া এলাকা থেকে মংলা বন্দরে আসছিল। কার্গোডুবির সময় এর ১৩ আরোহী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন বলে কার্গোর মালিক আব্দুল আজিজ শিকদার জানান।
মংলা বন্দরের হারবার মাস্টার খান মো. আক্তারুজ্জামান জানান, হারবাড়িয়া এলাকা থেকে চায়নার পতাকাবাহী এমভি হুয়াই জাহাজ থেকে ক্লিংকার বোঝাই করে কার্গোটি সোমবার গভীর রাতে মংলার উদ্দেশে ছেড়ে আসে। জয়মনির গোল এলাকায় ডুবোচরে আটকা পড়ে কার্গোটির তলা ফেটে যায়। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কার্গোটি ডুবে যায়।
এদিকে ডুবে যাওয়া কার্গোটির অবস্থান নির্ণয় ও মার্কিংয়ের জন্য মঙ্গলবার দুপুর থেকে কাজ শুরু করার কথা বন্দরের হারবার বিভাগের।
এর আগে, ১২ সেপ্টেম্বর মংলার পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় এমভি হাজেরা নামে অপর এক ক্লিংকার বোঝাই কার্গো ডুবে যায়। কিন্তু কার্গোটিও এখনও উদ্ধার করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।