ট্রেনের সঙ্গে সেলফি : চলে গেল কিশোর হাসানও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৯ মে ২০১৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেল লাইনের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত কিশোর আবদুল্লাহ আল হাসান (১৫) মারা গেছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গতকাল শুক্রবার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের লালবেগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই কিশোর মোহাম্মদ সাহেদ (১৬) এর মৃত্যু হয়। ওই সময় গুরুতর আহত আরেক কিশোর আবদুল্লাহ আল হাসানকে চমেকে ভর্তি করা হয়।

নিহত মোহাম্মদ সাহেদ (১৬) কদম রসূল এলাকার আবদুস সাত্তার ও আবদুল্লাহ আল হাসান (১৫) একই এলাকার জালাল উদ্দিন আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, রোজা রেখে দুই বন্ধু জুমার নামাজ পড়ে পার্শ্ববর্তী রেল লাইনে গিয়ে ট্রেন আসার সময় রেল লাইনের গা ঘেষে মোবাইল ফোন দিয়ে সেলফি তুলছিল। এ সময় ট্রেনের ধাক্কায় দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের চমেক হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেলে হাসানের মৃত্যু হয়।

এ ঘটনায় আরেক কিশোর আবদুল্লাহ আল হাসান চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর আড়াইটার দিকে মারা যায় বলে জানান তিনি।

জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।