‘ভালোকে খারাপ আর খারাপকে ভালো বলা বিএনপির বৈশিষ্ট্য’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১৯ মে ২০১৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি এমন একটি দল যার কোনো নীতি নেই। দেশের মানুষ খুলনার নির্বাচনের প্রশংসা করছে। কিন্তু বিএনপি এই নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা রকম কথা বলছে। বিএনপির একটা চারিত্রিক বৈশিষ্ট্য- ভালোকে খারাপ আর খারাপকে ভালো বলা।

শনিবার দুপুরে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে জেলেদের মধ্যে পুনর্বাসনের চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে রংপুর, কুমিল্লা, গাইবান্ধা ও খুলনার নির্বাচন সফল করেছে। কোনো জয়গায় প্রশ্ন ওঠেনি। কিন্তু বিএনপি স্বপ্ন দেখে তত্ত্বাবধায়ক সরকারের। তাদের সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না।

তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশ সম্মানিত ও প্রশংসিত হয়েছে। নৌকা আমাদের স্বাধীনতা দিয়েছে, নৌকা আমাদের উন্নয়ন দিয়েছে।

ওই ইউনিয়নের ৩ হাজার ২০০ জেলের মধ্যে পুনর্বাসনের চাল বিতরণ শেষে রাজাপুর ইউনিয়নে চাল বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় মন্ত্রীর সঙ্গে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আদিল হোসেন তপু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।