বিমানের টয়লেটে সাড়ে ৫ কেজি স্বর্ণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৯ মে ২০১৮

 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

শনিবার (১৯ মে) বেলা পৌনে ১টার দিকে জেদ্দা থেকে ছেড়ে আসা ফ্লাইটটি শাহ আমানতে অবতরণ করে।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জাহান জাগো নিউজকে বলেন, ‘বিজি-১৩৬ ফ্লাইটের শৌচাগারে ৪৫টি স্বর্ণের বার পাওয়া গেছে। এসব স্বর্ণের বারের ওজন পাঁচ কেজি ২৬৫ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।’

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান সারওয়ার ই জাহান।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।