মোটরসাইকেলে সাপের বাসা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৯ মে ২০১৮

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মুন্না মিয়া নামে এক ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলের ভেতর সাপের বাসার সন্ধান পাওয়া গেছে। মো. মুন্না মিয়া উপজেলার মোমরেজ গলগন্ডা গ্রামের মো. খাজা তালুকদারের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।

প্রতিদিনের মতো শনিবার সকালে সি.ডি-৮০ মোটরসাইকেলটি নিয়ে কাজে বের হন মুন্না মিয়া। এ সময় পোড়াবাড়ী মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজে (হিটলু ভূঁইয়ার) অর্ডার সংগ্রহ করতে গেলে দোকানের মালিক হিটলু ভূঁইয়ার নজরে পড়ে মোটরসাইকেলে থাকা গোখরা সাপের বাসাটি। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Tangail-Snake-pic-3

মোটরসাইকেলটি দেখার জন্য শত শত মানুষ ভিড় করে। এরপর শুরু হয় সাপ নিধন অভিযান। মসজিদের সামনে খোলা মাঠে মোটরসাইকেলটি এনে উৎসুক জনতা লাঠি দিয়ে একে একে বেশ কয়েকটি সাপ বের করে। এরপর সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়।

এ প্রসঙ্গে মুন্না মিয়া জানান, সারাদিন কাজ শেষে প্রতিদিনের মতো রাতে গাড়িটি ঘরে রেখেছিলাম। মাঝখানে একদিন অফিস বন্ধ থাকায় গাড়িটি বের করা হয়নি। কবে কখন গাড়িটির ভেতরে সাপ বাসা বেঁধেছে কিছুই বলতে পারি না। আমি খুব ভয় পাচ্ছি। মা সাপটি পাওয়া যায়নি।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।